You have reached your daily news limit

Please log in to continue


উপহারের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে যৌন হয়রানি

আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের নৈশপ্রহরী বেলাল হোসেনের (৪৫) বিরুদ্ধে। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) ইউএনও অনিমেষ সোম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী বাংলা ট্রিবিউনকে জানান, তার স্বামী ভ্যানচালক। তাদের কোনও জমিজমা নেই। বন বিভাগের জমিতে তারা একটি ঘর করে থাকতেন। কিছুদিন আগে বন বিভাগ তাদের সেই ঘরটিও ভেঙে দেয়। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে ইউএনও’র কাছে আসেন। তাদের সমস্যার কথা জানতে পেরে উপজেলা পরিষদের নৈশপ্রহরী বেলাল হোসেন তাদেরকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার কথা বলে সখ্যতা গড়ে তোলে।

তিনি আরও জানান, ঈদের দিন মঙ্গলবার (৩ মে) বিকালে ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বেলাল সেখানে যায়। এ সময় গৃহবধূকে যৌন হয়রানি করে। ওই গৃহবধূ চিৎকার দিলে সে পালিয়ে যায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন