কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিল্পকে কোনো গণ্ডিতে আটকে রাখা ঠিক না

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৬ মে ২০২২, ১২:১৮

মোশাররফ করিমের নতুন ওয়েব সিরিজ ‘দৌড়’ ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে হইচইয়ে। রায়হান খান পরিচালিত এ সিরিজে মোশাররফের অভিনয় প্রশংসিত হচ্ছে। নতুন সিরিজ প্রসঙ্গে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল বাসার নির্ঝর।


মোশাররফ করিম : আমার কাছে যেটা মনে হয়, সব দেশেই বোধ হয় এ রকম হয়, একটা গড্ডলিকা চলতে থাকে। এক ধরনের কাজ হলো, তো সেই ধরনের কাজ আরও ৫০টা তৈরি হতে থাকে। এটা আসলে শিল্পে একধরনের বন্ধ্যত্ব। নিত্যনতুন সৃষ্টি হচ্ছে শিল্পের কাজ। ওটিটিতে আমরা অনেক দিন ধরেই দেখছি, একটু থ্রিল, একটু রহস্য ধরনের গল্প। কিন্তু ব্যাপার হচ্ছে, শিল্পকে কোনো গণ্ডিতে আটকে রাখা ঠিক না। ওটিটিতে শুধু এ ধরনের কাজই হতে থাকবে, তারও কোনো মানে নেই। সোশ্যাল ড্রামা হতে পারে, পারিবারিক সম্পর্ক নিয়ে কাজ হতে পারে, হিউম্যারাস, স্যাটায়ার—অনেক কাজই হতে পারে। ওই জায়গা থেকে আমি চাই, সব ধরনের কাজই হোক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও