ঈদের ছুটিতে চাঙা পর্যটন

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৬ মে ২০২২, ১০:২৬

করোনাভাইরাসের প্রভাবে বিধিনিষেধের আওতায় ছিল গত দুই বছরের ঈদ। ফলে খাতসংশ্লিষ্টদের দিনের পর দিন বেকার থাকতে হয়েছে। করোনার পর এবার বিধিনিষেধমুক্ত প্রথম ঈদ উদ্‌যাপিত হলো। তাই মানুষ দেশ-বিদেশে বেড়ানোর সুযোগ পেলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে জানা যায়, ঈদকেন্দ্রিক অন্তত ১০ লাখ মানুষ দেশীয় পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণ করছেন আর বিদেশভ্রমণে গেছেন অন্তত পাঁচ লাখ মানুষ।


করোনায় গত দুই বছর বিপর্যস্ত ছিল দেশীয় পর্যটন খাত। এখন আবার পর্যটনশিল্পের প্রতি মানুষের আস্থা ফিরতে শুরু করেছে বলে মনে করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাবেদ আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে পর্যটনকেন্দ্রে মানুষের ঢল দেখে আমরা আনন্দিত। পর্যটনশিল্পের প্রতি মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। পর্যটনসেবার মান বেড়েছে। নিরাপত্তাব্যবস্থা বেশ ভালো। ঈদের সময় পর্যটনকেন্দ্রগুলোতে কোনো অসুবিধা হয়নি।’


ঈদে দেশীয় পর্যটনকেন্দ্রে ১০ লাখ পর্যটক ভ্রমণ করছেন জানিয়ে জাবেদ আহমেদ বলেন, ‘প্রায় ১০ লাখ ট্যুরিস্ট ৭ মে পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বিভিন্ন পর্যটন গন্তব্যে থাকছেন। এ ছাড়া ঈদের সময় প্রায় পাঁচ লাখ পর্যটক দেশের বাইরে গেছেন।’


বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট গোলাম কাদির বলেন, এবারের ঈদে ক্ষতিগ্রস্ত পর্যটন খাতের নবযাত্রা শুরু হয়েছে। ঈদের ছুটিতে পাঁচ লাখের মতো পর্যটক দেশের বাইরে গেছেন। তাঁদের মধ্যে আকাশপথে গেছেন তিন লাখের মতো, আর দুই লাখ পর্যটক স্থলপথে বিদেশে গেছেন।


গোলাম কাদির আরও বলেন, ‘স্থলপথে বেশি পর্যটক গেছেন ভারত ও নেপালে। আকাশপথে বেশি গেছেন দুবাই, তুরস্ক, থাইল্যান্ড, মালদ্বীপ ও মালয়েশিয়ায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও