কমেডিয়ান থেকে এমসিসির প্রেসিডেন্ট
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৫ মে ২০২২, ১২:৫৩
গত শতকের আশির দশকে ভীষণ রকম জনপ্রিয়তা পেয়েছিল বিবিসি ওয়ানের কমেডি সিরিজ ‘ব্ল্যাকঅ্যাডার’। মিস্টার বিন সিরিজের আগে এই সিরিজ দিয়ে খ্যাতি পেয়েছিলেন ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। একই সিরিজে জেনারেল ম্যালচেট চরিত্রে দর্শকদের দারুণ বিনোদন জুগিয়েছিলেন স্টিফেন ফ্রাই।
এরপর চার দশক ধরে নিজের অভিনয় দিয়ে ব্রিটেনের শীর্ষ সারির অভিনেতাদের একজন হয়েছেন স্টিফেন ফ্রাই। একাধারে তিনি লেখক, পরিচালক, সাংবাদিক, কবি, উপস্থাপক। তবে মানুষ তাঁকে সবচেয়ে বেশি জানে একজন কমেডিয়ান হিসেবে। সেই কমেডিয়ান এবার পরিচিত হতে চলেছেন নতুন আরেক রূপে। ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্টের পদে বসতে চলেছেন ৬৪ বছর বয়সী ফ্রাই।