আফগান নারীদের ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার নির্দেশ
আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে নারীদের ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে দেশটির ট্রাফিক নিয়ন্ত্রক সংস্থা বলছে, এ ব্যাপারে তারা এখনো লিখিত নির্দেশনা পায়নি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানদের ক্ষমতা গ্রহণের আগে আফগানিস্তানের কাবুল, হেরাতসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে নারীদের প্রায়ই গাড়ি চালাতে দেখা যেত। তবে নতুন নির্দেশনার পর সম্ভবত আর নারীদের রাস্তায় গাড়ি চালাতে দেখা যাবে না।