![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252Fb9c29940-c16a-461c-92a2-994262717f39%252Fc103882a-8353-4cd0-b914-f36fc8f8d82a.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
ঈদের ছুটি শেষে আজ সরকারি অফিস খুলেছে
প্রথম আলো
প্রকাশিত: ০৫ মে ২০২২, ১০:০৬
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ বৃহস্পতিবার সরকারি অফিস খুলেছে। জাতীয় সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হয়। এ ছুটি শেষ হয় গতকাল বুধবার। সাপ্তাহিক দুই দিন মিলে এবারের ঈদে টানা ছয় দিনের ছুটি ভোগ করতে পেরেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
গত ২৯ ও ৩০ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি। ১ মে ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ছিল ঈদের সরকারি ছুটি।
আজ অফিস খোলা থাকায় ঈদে গ্রামে যাওয়া সরকারি চাকরিজীবীরা গতকাল থেকেই কর্মস্থলের উদ্দেশে রওনা হন।
করোনা মহামারির কারণে গত দুই বছর বিধিনিষেধ ছিল। এই বিধিনিষেধের কারণে গত দুই বছর অনেকেই ঈদ উদ্যাপনে গ্রামের বাড়ি যেতে পারেননি।
কিন্তু এবার করোনা নিয়ন্ত্রণে আসায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতসহ সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদ্যাপিত হয়।