![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252Fa85b5ef2-2e1d-4bfe-a167-3a9cb0fdf66d%252Fcorona_china.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
চীনে করোনাকে হারালেন ১০৬ বছর বয়সী নারী
চীনে ১০৬ বছর বয়সী এক নারী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। পরে তিনি সুস্থ হয়ে উঠেছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের রাজধানী চাংচুনের একটি হাসপাতাল থেকে গত শনিবার তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ওই রোগীর পারিবারিক উপাধি লি। জিলিনে সর্বশেষ করোনো প্রাদুর্ভাবের পর আক্রান্ত সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি হাসপাতালে ভর্তি হন।
কোভিডে আক্রান্ত হওয়ার পর গত ১৪ এপ্রিল ওই নারীকে ফার্স্ট বেথুন হসপিটাল অব জিলিন ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়। সমন্বিত পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, ব্রেইন অ্যাট্রোফিসহ বিভিন্ন মারাত্মক শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।