জাতীয় জাদুঘর বন্ধ, দূর-দূরান্ত থেকে এসে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা
রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম জাতীয় জাদুঘর। বিভ্ন্নি দিবসে এখানে ঘুরতে আসেন রাজধানী ঢাকাসহ দূর দূরান্তের অসংখ্য মানুষ। তবে ঈদুল ফিতরের ছুটিতে জাতীয় জাদুঘর দেখতে এসে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা। এখানে আসার পর তারা জানতে পারছেন এটি বন্ধ। এ কারণে দূর থেকে এসেও জাদুঘর না দেখে ফিরে যেতে হচ্ছে দর্শনার্থীদের।
বুধবার (৪ মে) রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে গিয়ে এমন চিত্র দেখা যায়। এদিকে তিন বছরের বেশি সময় ধরে বন্ধ রাজধানীর শাহবাগ শিশু পার্ক। আধুনিকায়নের নামে পার্কটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশু–কিশোররা।
এখন ঈদের ছুটিতেও পার্কটি ব্যবহারের সুযোগ পাবে না তারা। অথচ সরকারিভাবে চালু হওয়া এটিই দেশের প্রথম শিশু পার্ক। আর এ দুটি জায়াগার একটিতেও যেতে না পারে হতাশ হয়ে চল যাচ্ছেন অনেকে। কেউ কেউ ক্ষোভও প্রকাশ করেছেন। এদিন জাতীয় জাদুঘরের সামনে গিয়ে দেখা যায়, অনেক দর্শনার্থী সপরিবারে সেখানে এসেছেন। অনেকে বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন।