You have reached your daily news limit

Please log in to continue


কী হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অর্থ পরিশোধে সৃষ্ট জটিলতা এখনও কাটেনি।

অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতা নিরসনে করণীয় নিয়ে পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারের ফাস্ট ট্র্যাকভুক্ত জাতীয় গুরুত্বপূর্ণ এই প্রকল্পের রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জেএসসি এটমস্টয় এক্সপোর্ট’-এর নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট ‘ভিইবিআরএফ’-এর মাধ্যমে লেনদেন করা যাচ্ছে না। ফলে নির্মাণ-চুক্তির অগ্রিম অর্থ চাইলেও বাংলাদেশ ওই প্রতিষ্ঠানকে পরিশোধ করতে পারছে না।

যদিও অর্থ পেতে বিকল্প পথে বাংলাদেশের ভেতর এফসি (বৈদেশিক মুদ্রায়) অ্যাকাউন্ট খুলে লেনদেনের প্রস্তাব দিয়েছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সোনালী ব্যাংকের পক্ষে সেই প্রস্তাব অনুযায়ী এফসি অ্যাকাউন্ট খোলা সম্ভব হচ্ছে না।

এদিকে বাংলাদেশের কাছে নির্মাণ-চুক্তির প্রাপ্য অর্থ পেতে সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক হিসাব খুলতে না পারায় রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান অসন্তোষ প্রকাশ করেছে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন