You have reached your daily news limit

Please log in to continue


এত বড় বিপর্যয় রাম চরণ কখনও দেখেননি!

বাবা-ছেলে—মেগাস্টার চিরঞ্জীবী ও মেগা পাওয়ার স্টার রাম চরণের নতুন সিনেমা ‘আচার্য’ মুক্তি পেয়েছে ২৯ এপ্রিল। প্রথম দিন বিশ্ব বক্স অফিসে মোটামুটি অর্থ সংগ্রহ করলেও এর পরের দিন থেকে ধস নামা শুরু। বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন, বক্স অফিসে এত বড় বিপর্যয় রাম চরণ, চিরঞ্জীবী; এমনকি তেলেগু ইন্ডাস্ট্রিও দেখেনি।

হিন্দুস্তান টাইমসের খবর, মুক্তির তিন দিনে বিশ্ব বক্স অফিসে ‘আচার্য’ সংগ্রহ করে ৭৩ কোটি রুপি (গ্রস)। অন্ধ্র বক্স অফিস এ সিনেমাকে ‘ডাবল ডিজাস্টার’ আখ্যা দিয়েছে।

অন্যদিকে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট বলছে, বক্স অফিস সংগ্রহের দিক থেকে ‘আচার্য’ সিনেমাকে ‘অল টাইম ডিজাস্টার’ বলা যায়।

কারণ? পোর্টালটির প্রতিবেদন, সিনেমাটির প্রেক্ষাগৃহ স্বত্ব-মূল্য ১৩২ কোটি রুপি হলেও মাত্র ৪৬ কোটি রুপি (নেট) সংগ্রহ করতে পেরেছে, যা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘অল টাইম বিগেস্ট ডিজাস্টার’।

অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে সিনেমাটির চার দিনের সংগ্রহ যথাক্রমে ২৯.৫০ কোটি, ৫.১৫ কোটি, ৪.০৭ কোটি ও ৫৩ লাখ রুপি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বড় ধরনের লোকসানের মুখোমুখি হতে যাচ্ছে ‘আচার্য’। বক্স অফিসে এমন বাজে অবস্থা আর কখনও দেখতে হয়নি রাম চরণ ও চিরঞ্জীবীকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন