ইউক্রেইনের রেলস্টেশন, বৈদ্যুতিক গ্রিডে রাশিয়ার হামলা
ইউক্রেইনের রাজধানী কিইভ দখলে ব্যর্থ হওয়ার পর রাশিয়ার বাহিনীগুলো দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে সর্বশক্তি নিয়োগ করলেও মধ্য ও পশ্চিমাঞ্চলেও হামলা চালাচ্ছে।
মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় লভিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী শহরটির বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন নগরীর মেয়র। লভিভের মধ্য দিয়েই পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্র ইউক্রেইনের সামরিক বাহিনীর হাতে পৌঁছায়।
ইউক্রেইন রেলওয়ের প্রধান অলেক্সসান্দর কামুশিন জানিয়েছেন, রাশিয়ার বাহিনীগুলো এদিন মধ্য ও পশ্চিমাঞ্চলের ছয়টি রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এসব হামলায় বেসামরিক কেউ হতাহত হয়নি বলে টুইটারে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে রাশিয়ার হামলায় ২১ বেসামরিক নিহত ও ২৭ জন আহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর পাবলো কিরিলেনকো জানিয়েছেন। গত মাসের পর থেকে ওই অঞ্চলে এটিই একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছেন তিনি।