![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2022/05/03/image-547477-1651588375.jpg)
স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানালেন মালালা
যুগান্তর
প্রকাশিত: ০৩ মে ২০২২, ২১:২৫
বিয়ের পর প্রথম ঈদ। এই দিনটি আলাদা ভাবেই উদযাপন করলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
ঈদের দিনে সকলেই খুশির আমেজে মালালা অনুগামীদের জন্য পাঠালেন উৎসবের শুভেচ্ছা। নেটমাধ্যমে ভাগ করে নিলেন নতুন ছবিও।খবর ইন্ডিয়া টুডের।
ছবিতে মালালাকে দেখা গেল একেবারে অন্য রকম সাজে। স্বামী আসের মালিকের সঙ্গে উৎসবের মেজাজে ছবি তুলেছেন তিনি। দম্পতির মুখে হালকা হাসি।