কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কলকাতায় খুশির ঈদ

প্রথম আলো কলকাতা প্রকাশিত: ০৩ মে ২০২২, ১৯:৪৯

কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে উদ্‌যাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতজুড়েই আজ উদ্‌যাপিত হচ্ছে ঈদুল ফিতর। গত দুই বছর করোনার কারণে অনাড়ম্বরভাবে উদ্‌যাপিত হয়েছিল ঈদ। এবার পরিস্থিতি পাল্টে গেছে। করোনার প্রকোপ কমে গেছে। তাই এবার ঈদ উদ্‌যাপিত হচ্ছে সাড়ম্বরে।


প্রতিবছর কলকাতার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে কলকাতার ধর্মতলার কাছে রেড রোডে। গত দুই বছর করোনার কারণে সেখানে ঈদের জামাত হয়নি। এবার সেই রেড রোডে নামাজ আদায়ের আয়োজন করা হয়েছে। সকালে নামাজ আদায়ের প্রাক্কালে সামন্য বৃষ্টি হলেও ধর্মপ্রাণ মুসলিমরা সেই বৃষ্টির মধ্যেই নামাজ আদায় করেছেন। নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়–কোলাকুলিও যথারীতি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও