কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদযাত্রায় স্বস্তি যে কারণে

প্রথম আলো প্রকাশিত: ০৩ মে ২০২২, ১৯:৩৫

করোনার কারণে গত দুই বছর অনেকেই গ্রামে ঈদ করতে যাননি। এবার করোনার শঙ্কা না থাকায় দ্বিগুণ মানুষ ঢাকা ছাড়তে পারেন এবং এতে দীর্ঘ যানজট, দুর্ঘটনা বৃদ্ধি ও ভোগান্তিতে ভয়ংকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তবে এবার গ্রামে ফেরা নিয়ে কিছুটা ভোগান্তি ও কিছু দুর্ঘটনা হলেও অন্যান্যবারের মতো পরিবহন ব্যবস্থায় ভয়ংকর পরিস্থিতি দেখা যায়নি।


প্রথম আলোর একটি জরিপ থেকেও ঈদযাত্রায় স্বস্তির আভাস পাওয়া যায়। গত ৩০ এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার দেশের সড়ক ও মহাসড়কের অবস্থা ভালো। মনে হয়, এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে।’ এই বক্তব্য তুলে ধরে প্রথম আলোর একটি জরিপে প্রশ্ন করা হয়েছিল ‘ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?’। জরিপে যতজন অংশ নিয়েছেন, তাদের মধ্যে ৭৩ শতাংশ মনে করেন, ঈদযাত্রা স্বস্তিতে কাটবে। ২৫ শতাংশ মনে করেন, স্বস্তিতে কাটবে না। বাকি ২ শতাংশ উত্তরদান থেকে বিরত থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও