![](https://media.priyo.com/img/500x/https://static.langimg.com/thumb/msid-91276860,imgsize-76180,width-700,height-525,resizemode-75/ei-samay.jpg)
আপনার সম্পর্ক কি শেষের মুখে? বুঝে নিন এই কৌশলে
সম্পর্কে থাকার সময় মানুষের মনে নানা বিষয় চলতে থাকে। কারণ তখন এক সমুদ্র জলে তাঁরা ভেসে বেরাচ্ছেন। এমনকী কোথায় যে নোংর ফেলা যেতে পারে, এই বিষয়টাও অনুধাবন করে উঠতে পারেন না অনেকে। তাই সমস্যা দেখা দিতেই থাকে।
এবার সম্পর্কে (Relationship) থাকলে ছোটখাট কথা কাটাকাটি কোনও ব্যাপারই নয়। কারণ এভাবেই সম্পর্ক নিজের মতো করে পায় পরিণতি। এক্ষেত্রে ছোটখাট ঝামেলা থেকেই একে অপরের মধ্যে প্রেম, ভালোবাসা বাড়তে থাকে। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে জীবনের পথ। আর জীবনের সঙ্গে গলা জড়াজড়ি করে এগিয়ে যায় সম্পর্কও।
তবে মুশকিল হল অন্য জায়গায়। এখনকার দিনে ভালোবাসা হয়ে উঠেছে মুড়ি মুড়কি। আজ সম্পর্কে যাওয়া হল কিনা কালই ব্রেকআপ (Breakup)। এবার এই ব্রেকআপ করা মানুষের ভিড়ে নতুন কোনও মানুষ চলে আসলেই সবথেকে বড় সমস্যা। এই মানুষগুলি ঠিক বুঝে উঠতে পারেন না যে সম্পর্ক কোন দিকে এগচ্ছে। এমনকী তাঁরা এও বুঝে উঠতে পারেন না যে কেন দেখা দিচ্ছে সমস্যা। তবে এখন আর চিন্তা নেই। কারণ এবার জেনে নেওয়া যাক ব্রেকআপের নানা লক্ষণ (Signs of Breakup)।