অ্যাজমা রোগী গরম থেকে দ্রুত ঢুকছেন এসি-তে? ১২টা বাজছে শরীরের, জানাচ্ছেন চিকিৎসক
eisamay.com
প্রকাশিত: ০৩ মে ২০২২, ১৭:৩০
এখন বাইরে তীব্র গরম। শেষ কয়েকদিন তবুও একটু রয়েছে স্বস্তি। কিন্তু সেইটুকু বাদ দিলেও এখনও বাইরে জমাটি গরম। একটু বেরলেই শরীরের দফারফা। গরমে ক্লান্ত হয়ে যাচ্ছে শরীর। একটুতেও ঘেমে নেয়ে স্নান। শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই আবহাওয়ায় থাকতে হবে সতর্ক।
আসলে এই গরমে (Summer) সকলেই একটু শীতের খোঁজ করছেন। এবার এই ঠান্ডা আবহাওয়ার ঠিকানা খুঁজতে গিয়েই প্রধান বিপত্তি। এক্ষেত্রে গমর থেকে এসে হঠাৎ করেই ঢোকা হচ্ছে শীতাতপ (AC) যন্ত্রের ভিতর। এবার বাইরে ৪০-৪২ ডিগ্রি থাকার পর ভিতরে মাত্র ২৪ বা তার আশপাশে তাপমাত্রা থাকায় মানুষের অনেক সমস্যা দেখা দিচ্ছে। এমনকী এর থেকে নিয়মিত জ্বর, সর্দি, কাশিও লেগে থাকে অনেকের। তাই এই বিষয়টি প্রতিটি মানুষকে অবশ্যাই মাথায় রাখতে হবে।