![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252Fa4581feb-0159-4575-a54f-8ed8e44a7bab%252FChina.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
মর্গে নেওয়ার পর জানা গেল তিনি জীবিত
চীনের সাংহাইতে একটি প্রবীণ সুরক্ষা কেন্দ্রে বসবাসকারী বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তিকে মৃত ভেবে মর্গে পাঠিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। তবে মর্গে নেওয়ার পর দেখা যায়, তিনি আসলে জীবিত।
ইতিমধ্যে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে লকডাউনে থাকা সাংহাইয়ের মানুষের মধ্যে এ ঘটনা বাড়তি বেদনা যোগ করেছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
- ট্যাগ:
- জটিল
- জীবিত
- হাসপাতাল মর্গ
- ভিডিও ভাইরাল