ঈদের নামাজে ইমামতি নিয়ে বিরোধ, ১৪৪ ধারা জারি
টাঙ্গাইলের মির্জাপুরে ঈদের নামাজে ইমামতি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার ভাওড়া সরকারপাড়া জামে মসজিদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসন এ বিষয়ে লিখিত আদেশ দেয়। ওই আদেশ অনুসারে আজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ওই মসজিদের দুটি পরিচালনা কমিটি এবং দুজন ইমাম রয়েছেন। গ্রামবাসীর মধ্যে মতবিরোধ থাকায় এ অবস্থা হয়েছে। ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে ওই স্থানে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। সে জন্য মসজিদটির ৪০০ গজের মধ্যে সব ধরনের সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পেটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং বেআইনি অনুপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। একই সঙ্গে মসজিদের ৪০০ গজের মধ্যে বসবাসরত জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত থাকবে বলে আদেশে বলা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ইমামতি
- ১৪৪ ধারা জারি
- বিরোধ