![](https://media.priyo.com/img/500x/https://images.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2022/05/02/278952303_682597602848522_76174348861398772_n.jpg)
কিমা পরোটা, মাসালা চিকেন আর কাবাবে ঈদের সকাল
ডেইলি স্টার
প্রকাশিত: ০২ মে ২০২২, ২১:১৪
ঈদের আনন্দের অনেকটা অংশ জুড়ে রয়েছে খাবার। ঘরে ঘরে গৃহিণীরা ব্যস্ত নানা স্বাদের নানা পদ রান্নায়। এই আয়োজনে যোগ করে নিতে পারেন মজাদার কিছু রেসিপি।
সকালের নাশতায় পরোটা এনে দিতে পারে ভিন্ন স্বাদ ও আমেজ। সেইসঙ্গে মাসালা চিকেন, আর কাঠি কাবাব।
- ট্যাগ:
- লাইফ
- ঈদের রেসিপি
- ঈদের দিন
- ঝাল রেসিপি
- ঈদের খাবার