সালামিতে নতুন নোট, এবার দাম বেশি

বাংলা ট্রিবিউন গুলিস্তান প্রকাশিত: ০২ মে ২০২২, ১৭:৩৩

ঈদ মানে আনন্দ। আর  সেই আনন্দ আরও বাড়িয়ে দেয় ঈদের সালামি। সালামিতে নতুন নোট দেওয়ার রেওয়াজ বেশ পুরনো। এ কারণে অনেকেই ব্যাংকে ছোটেন নতুন নোটের খোঁজে। রাজধানীতে ব্যাংকের বাইরেও পাওয়া যায় নতুন নোট। ঈদকে কেন্দ্র করে গুলিস্তানের ফুটপাতে জমে উঠেছে নতুন নোটের রমরমা বাণিজ্য। একটি বান্ডিলে (১০০টি নোট) প্রতি নোট ভেদে ২০০ থেকে ৫০০ টাকা করে নিচ্ছেন বিক্রেতারা। জানা গেছে, প্রতিদিন এক একটি দোকানে ৫ থেকে ২০ লাখ টাকার লেনদেন হচ্ছে।


গুলিস্তানে টাকার কারবারিদের ব্যবসা অনেক দিনের। সারা বছর ছেঁড়া নোট বদলের ব্যবসা করেন তারা। তবে ঈদের সময় নতুন নোটের ব্যবসা বেশ জমজমাট। ব্যবসায়ীরা জানান, ঈদের সময়ে ২, ৫, ১০, ২০ টাকার নতুন নোটের চাহিদা সবচেয়ে বেশি। ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়েও অনেক সময় নতুন নোট পাওয়া যায় না। এ কারণে এখানে বেশ ভিড়। এবার লম্বা সময় ব্যাংক বন্ধ থাকায় টাকার কারবারিদের ব্যবসা বেড়েছে কয়েকগুণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও