![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F69dd662b-e6f6-4c1a-a9c8-ba310da94c24%252FOil_VA.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বাজারে বোতলজাত সয়াবিনের তীব্র সংকট
প্রথম আলো
প্রকাশিত: ০২ মে ২০২২, ১৫:৫৯
চোখেমুখে অনিশ্চয়তা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সয়াবিন তেলের খোঁজ করছিলেন বেগুনবাড়ীর বাসিন্দা হাজেরা খাতুন। কিন্তু বাজারের বড় বড় মুদিদোকানের একটিতেও সয়াবিন তেলের দেখা মেলেনি। এ পরিস্থিতিতে ঈদের দিন কী রান্নাবান্না করবেন, তা নিয়েই ধন্দে আছেন এই প্রৌঢ়া।
অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে রাজধানীর ক্রেতাদের। আগামীকাল ঈদ, অথচ ঈদের রসনার অন্যতম প্রধান উপকরণ বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে যেন ভোজবাজির মতো উধাও হয়ে গেছে। তবে এ সংকট শুধু আজকের নয়, এক সপ্তাহ ধরেই বাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় একাবারেই অপ্রতুল বলে জানান বিক্রেতারা।