 
                    
                    দুপুরে জিয়ার সমাধি জিয়ারত, রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ
                        
                            বাংলা ট্রিবিউন
                        
                        
                        
                         প্রকাশিত: ০২ মে ২০২২, ১৫:২৯
                        
                    
                আগামীকাল মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতরের দিন দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারতের মধ্য দিয়ে উদযাপন শুরু করবে বিএনপি। এদিন সকাল ১১টার দিকে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা চন্দ্রিমা উদ্যানে জিয়ারতে অংশ নেবেন।
সোমবার (২ মে) দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
দলীয়সূত্রে জানা যায়, প্রতি ঈদে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি কারাগারে যাওয়ার পর থেকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা এই ধারাবাহিকতা অনুসরণ করছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
                        
                            
                            ১ বছর, ৭ মাস আগে
                        
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                