কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জনপ্রিয় হচ্ছে ডিজিটাল ডিভাইসের বিমা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ মে ২০২২, ১৩:০২

মোবাইল ফোন একবার নষ্ট হলে তা মেরামত বেশ সময়সাপেক্ষ। খরচ তো আছেই। এসব থেকে স্মার্টফোনপ্রেমীদের স্বস্তি দিতে চালু হয়েছে প্রযুক্তি পণ্যের বিমা। ইতোমধ্যে দেশে এ সেবা চালু করেছে কয়েকটি প্রতিষ্ঠান।


মোবাইল ফোনের পর্দা ভেঙে গেলে, কোনও কারণে নষ্ট হলে, ব্যাটারি বসে গেলে, হারিয়ে গেলে সংশ্লিষ্ট বিমা কোম্পানি ক্রেতার মোবাইল মেরামত করে দেবে বা নির্দিষ্ট চার্জ দিয়ে দেবে।


চুরি বা ছিনতাই হলে মোবাইল ফোনের দামের সমপরিমাণ (অব্চয় বাদ দিয়ে) অর্থ ক্রেতাকে পরিশোধ করবে।


জানা গেছে, দেশে এই ডিজিটাল সার্ভিসটি একেবারেই নতুন। আলট্রুইস্ট টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গ্রামীণফোনের সহযোগিতায় এই ইনস্যুরেন্স চালু করেছে। দুর্ঘটনায় ফোন নষ্ট এবং চুরি বা ছিনতাই হলে এই ইনস্যুরেন্স তা কাভার করবে।


তবে বিমা করতে হলে নিবন্ধন করতে হবে প্রথমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও