আঁচিল দূর করার উপায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ মে ২০২২, ১২:১৩

হাতের কাছে থাকা উপাদান দিয়েই দূর করা যায় আঁচিল।


আঁচিল কোনো ক্ষতি করে না, তবে তা অত্যন্ত দৃষ্টিকটু। শরীরের এমন কোথাও যদি আঁচিল হয় যা সবসময় মানুষ দেখতে পায় তবে তা খুবই বিব্রতকর।


আর কিছু আঁচিল প্রচণ্ড ব্যথা করে এবং পুরোপুরি ভালো হতে চায় না।


তবে বিষয় হল ঘরোয়া চিকিৎসাতেই এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব। 


আঁচিল সম্পর্কে যা জানা উচিত


‘ইউএসএ আরএক্স’য়ের ডা. নাহিদ এ. আলি ‘ইটদিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানান, আঁচিলের সংক্রমণ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বেশি। তোয়ালে, গামছা, রেজার থেকে ছড়িয়ে পড়তে পারে এর জীবাণু।


ত্বকে বিভিন্ন ধরনের গোটা

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও