আজভস্টল প্ল্যান্ট থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে: জেলেনস্কি

সমকাল ইউক্রেন প্রকাশিত: ০২ মে ২০২২, ১১:০২

ইউক্রেনের মারিওপোলের আজভস্টল ইস্পাত কারখানা থেকে প্রায় ১০০ বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।


জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রস বেসামরিক নাগরিকদের ওই ইস্পাত কারখানা থেকে বের করে আনতে একটি চুক্তিতে পৌঁছানোর পর এ কার্যক্রম শুরু হয়। খবর আলজাজিরার।


রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রথম দফায় যাদের বের করে আনা হয়েছে এমন প্রায় ১০০ জন সোমবার ইউক্রেন নিয়ন্ত্রিত শহর জাপোরিঝঝিয়ায় পৌঁছাবেন।


তিনি বলেন, ওই কারখানা থেকে বেসামরিক নাগরিকদের বের করে আনতে আমরা জাতিসংঘের সঙ্গে কাজ করছি।


এদিকে দেশটির উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এক ভিডিও বার্তায় বলেন, ‘বেসামরিক নাগরিকদের বের করে আনার কার্যক্রম এখনও চলছে।’


তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, আজভস্টল প্ল্যান্ট থেকে ৮০ বেসামরিক নাগরিককে বের করা হয়েছে। যারা ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলে যেতে চেয়েছেন তাদের জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রসের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে।


যদিও জাতিসংঘ এখনও জানায়নি তারা মারিওপোল থেকে কতজনকে সরিয়ে নিয়েছে। এ ছাড়া দুই পক্ষ কেন ভিন্ন সংখ্যা জানাচ্ছে তা এখনও পরিষ্কার নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও