এই ঈদে পাতে থাকুক স্ট্রবেরি দই

যুগান্তর প্রকাশিত: ০২ মে ২০২২, ০৮:৪৩

দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। উৎসবের এই দিয়ে অনেকেই বাড়িতে বিশেষ বিশেষ খাবার তৈরি করবেন। এবারের ঈদ পড়েছে গরমকালে। এই সময়ে ঈদে মিষ্টিমুখে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন স্ট্রবেরি দই।


ভিন্নধর্মী এই খাবার ছোটবড় সবার রসনা তৃপ্তির পাশাপাশি এই গরমে স্বস্তিও দেবে। মারজানা ইসলাম মেধার রেসিপিতে দেখে দিন কিভাবে বানাবেন মজাদার স্ট্রবেরি দই।


তৈরি করতে যা লাগছে: জল ঝরিয়ে নেওয়া দই (১ বাটি), স্ট্রবেরি ক্রাশ (১/৩ বাটি), কনডেন্সড মিল্ক (১/৩ বাটি)।


যেভাবে বানাবেন: সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে ফেটিয়ে ফ্রিজে ২-৩ ঘন্টা রেখে সার্ভ করুন। ইচ্ছে হলে ওপরে স্ট্রবেরি ক্রাশ ছড়িয়ে দিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও