গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ’—এ শিরোনামে ২০১৯ সালের ২০ জানুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকের কাছে এটি ট্রলের বিষয় হয়ে ওঠে।
গত এক দশকে মিঠাপানির মাছ, ইলিশ, গরু ও খাসির মাংস উৎপাদনে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। এগুলো উৎপাদনের দিক থেকে বাংলাদেশ এখন প্রথম সারির একটি দেশ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সাফল্য বেশ ফলাও করে প্রচার করে, উদ্যাপন করে। কিন্তু যে প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়, সেটি হলো মাছ-গরু-ছাগল উৎপাদনে প্রথম দিককার একটা দেশ হওয়া সত্ত্বেও বাজার থেকে গরু, খাসি, ইলিশ মাছ কেনার সামর্থ্য কত শতাংশ মানুষের আছে?