![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffdh-20220501214425.jpg)
মিয়ানমারে ভূমিকম্প, কেঁপেছে দেশের পার্বত্যাঞ্চলও
মিয়ানমারের ফালাম শহরে আঘাত হেনেছে ৪ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্প। এর প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও। বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে আঘাত হানে এ ভূকম্পন।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে।