You have reached your daily news limit

Please log in to continue


আইসিসি স্বীকৃতি না দেওয়ায় এখনো দুঃখ পাকিস্তানি বোলারের

‘টু ডব্লু’র পর ‘টু এস’ পেয়েছে পাকিস্তান—এমন কথা বেশ হাওয়া পেয়েছিল ২০০৪–০৫ সালের দিকে। কিংবদন্তি পেস জুটি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের অবসরের পর পাকিস্তানের পেস আক্রমণের বাটন পেয়েছিলেন শোয়েব আখতার ও মোহাম্মদ সামি। দুজনই গতির ঝড় তুলতে জানেন, ভয়ংকর বাউন্সার আর ইয়র্কার দিতে পারেন ইচ্ছা হলেই। পাকিস্তানের পেস আক্রমণ নিয়ে তাই আশা জেগেছিল।

সেই আশা পূরণ করতে পারেননি কেউই। যদিও ৪৬ টেস্টে ১৭৮ আর ১৬৩ ওয়ানডেতে ২৪৭ উইকেট পাওয়া শোয়েব আখতার ‘মোটামুটি ভালোই করেছি’ বলে দাবি করতে পারেন, সঙ্গে মনে করিয়ে দিতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির বল করার কীর্তির কথাও। মোহাম্মদ সামির তো সেই সান্ত্বনাও নেই। যদিও সামি আবার দাবি তুলেছেন, শোয়েব আখতারের চেয়ে দ্রুত দুবার বল করলেও আইসিসি তাঁকে স্বীকৃতি দেয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন