![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/05/01/d2974cdb8e2c662c9615512a04836068-626e5db7ef468.jpg)
ঈদে এখন পর্যন্ত ৭৩ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছে
প্রতি ঈদের আগেই আলোচনা হয় যে, কত মানুষ ঢাকা ছাড়বেন। এবারও হয়েছে সেই আলোচনা। মহামারির কারণে গত দুই বছর সামাজিক ঈদ ছিল না। এবার তাই ঈদ পালনে বাঁধভাঙা ঢল নামবে—এমনটাই ধারণা করা হয়েছিল।
শুধু গত ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।