ভারতের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১২২ বছরের মধ্যে উষ্ণতম এপ্রিল

প্রথম আলো ভারত প্রকাশিত: ০১ মে ২০২২, ১৫:৪৭

ভারতের উত্তর–পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় গত এপ্রিল মাসটি ১২২ বছরের মধ্যে উষ্ণতম এপ্রিল হিসেবে আখ্যা পেয়েছে। এ মাসে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৭৮ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সময় গতকাল শনিবার ভারতের আবহাওয়া দপ্তর এসব তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।


গতকাল এক সংবাদ সম্মেলনে ভারতের আবহাওয়া দপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, দেশের উত্তর–পশ্চিমাঞ্চল এবং পশ্চিম মধ্যাঞ্চলীয় এলাকা গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানায় তাপমাত্রা মে মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। দক্ষিণ উপদ্বীপের কিছু এলাকা বাদে দেশেটির বেশির ভাগ জায়গায় মে মাসে দিনের চেয়ে রাতে গরম বেশি পড়বে। তিনি আরও বলেন, চলতি বছরের এপ্রিল মাসে ভারতজুড়ে গড় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক শূন্য ৫ ডিগ্রি সেলসিয়াস। ১২২ বছরের মধ্যে তা চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও