You have reached your daily news limit

Please log in to continue


ঈদে মোটরসাইকেলের বিক্রি রমরমা, ‘দাম বাড়বে’ ঈদের পরে

ঈদের বাজারে মোটরসাইকেল বিক্রি বেড়েছে। বিশেষ করে শেষ দিকে বিক্রি প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে বলে জানিয়েছে বিপণনকারী কোম্পানিগুলো।

একটি মোটরসাইকেল কোম্পানির হিসাব বলছে, গত বছর এপ্রিলে দেশে ৩৫ হাজারের মতো মোটরসাইকেল বিক্রি হয়েছিল। এ বছর এপ্রিলের প্রথম ২৮ দিনে মোটরসাইকেল বিক্রি হয়েছে ৭০ হাজার ইউনিটের বেশি।

ফলে দেখা যাচ্ছে, ঈদ কেন্দ্র করে মোটরসাইকেল বিক্রি দ্বিগুণ হয়ে গেছে। অবশ্য এই বিক্রির হিসাব প্রথাগত কোনো বাজার জরিপ নয়। কোম্পানিগুলো বাজারে নিজের অবস্থান বুঝতে হিসাবটি তৈরি করে।

ঈদের বাজারেও (এপ্রিলের হিসাব) বরাবরের মতোই হিস্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে ভারতীয় ব্র্যান্ড বাজাজ, হিরো ও টিভিএস। জাপানি ব্র্যান্ড হোন্ডা, ইয়ামাহা ও সুজুকি রয়েছে এর পরের অবস্থানে। বিক্রি বেড়েছে দেশীয় কোম্পানি রানারেরও।

একটি উল্লেখযোগ্য দিক হলো, ১৫০ বা তার বেশি সিসির (ইঞ্জিন ক্ষমতা) মোটরসাইকেলের বাজারে দ্রুত এগিয়ে যাচ্ছে জাপানি ব্র্যান্ডগুলো।

বাংলাদেশে জাপানি ব্র্যান্ড ইয়ামাহার পরিবেশক ও ইয়ামাহার কারিগরি সহায়তায় কারখানা করা এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস প্রথম আলোকে বলেন, ঈদের বাজার অনেক ভালো গেছে। সবার বিক্রি বেড়েছে।

একই কথা বলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের (বিএইচএল) অর্থায়ন ও বাণিজ্যিক বিভাগের প্রধান শাহ মোহাম্মদ আশিকুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ঈদবাজারে প্রথম দিকে বিক্রি প্রত্যাশা অনুযায়ী ছিল না। তবে শেষ দিকে বিক্রি ভালো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন