সাভারে বেড়েছে যাত্রী চাপ, যানবাহন সংকট
ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ সাভারের সড়কগুলোতে আজ দুপুরের পর থেকে যাত্রীচাপ বেড়েছে। তবে পরিবহন সংকটের কারণে ঈদে ঘরমুখো মানুষকে মহাসড়কের বিভিন্ন স্পটে অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া ট্রাক, পিকআপে করেও বাড়ি ফিরতে দেখা গেছে অনেককে।
শনিবার দুপুর ২টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, ফুলবাড়িয়া, উলাইল, গেন্ডা, বাজার বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় ট্রাকে উঠছিলেন পোশাক কারখানার শ্রমিক মমিনা আক্তার।
মমিনা দ্য ডেইলি স্টারকে বলেন, 'মানিকগঞ্জের আরিচার যাব। বাসের জন্য দুই ঘণ্টা অপেক্ষা করেও বাস পেলাম না। যাত্রীর তুলনায় সড়কে বাস অনেক কম তাই ট্রাকে করে যাব। বাড়িতো যেতে হবে।'
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস চালক ডেইলি স্টারকে বলেন, বিশেষ করে পোশাক শ্রমিকরা বাস রিজার্ভ করে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে যায়। তারা রাতেই যাত্রা শুরু করে। এজন্য মহাসড়কে যাত্রীবাহী পরিবহন কম দেখা যাচ্ছে। রাতে সড়কে যানবাহনের চাপ বাড়বে।'
- ট্যাগ:
- বাংলাদেশ
- পরিবহন সংকট
- ঈদযাত্রা