স্ট্র দিয়ে পানীয় পানে যেসব ক্ষতি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ১৩:২২

বাড়ছে রোদের তীব্রতা। এই সময় বাইরে বের হলেই পোহাতে হয় নানা ভোগান্তি। ধুলা-বালি, রোদ, ঘাম ইত্যাদি সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা। গরমে তৃষ্ণাও পায় বেশি।তাইতো বাইরে বেরিয়ে গলা ভেজাতে অনেকেই চুমুক দিচ্ছেন ডাবের জল কিংবা রঙিন শরবতে।


তবে কোল্ড কফি হোক বা নরম পানীয়, প্রত্যেকটিরই সঙ্গী স্ট্র। এই স্ট্র ব্যবহারে সরাসরি পানীয়ের পাত্রে মুখ দিতে হয় না। তেমনই লিপস্টিক ঘাঁটারও ভয় নেই। আবার শরবতের স্বাদও এতে ধীরে ধীরে অনুভব করা যায়।


কিন্তু এই স্ট্রয়ের ব্যবহার কি আদৌ স্বাস্থ্যকর? চিকিৎসকরা কিন্তু স্ট্র ব্যবহারকে মোটেই স্বাস্থ্যকর বলছেন না। ঘন ঘন স্ট্রয়ের ব্যবহার থেকে বিরত থাকার কথাই বলছেন তারা।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও