গরমে সবারই প্রচুর ঘাম হয়। এর ফলে গায়ে দুর্গন্ধ হওয়াটা স্বাভাবিক। তবে অনেকের ঘামেই প্রচণ্ড গন্ধ হয়, ফলে তার আশপাশের মানুষও বিব্রতকর পরিস্থিতে পড়েন।
যারা ঘামের দুর্গন্ধ নিয়ে বিব্রতবোধ করেন তারা চাইলে মানতে পারেন ঘরোয়া ৩ টোটকা। যার মাধ্যমে খুব সহজেই গরমে ঘামের দুর্গন্ধ এড়াতে পারবেন। জেনে নিন করণীয়-