শৈশব কেড়ে নেওয়া নয়, গড়ে উঠুক ক্রীড়া সংস্কৃতি
শুক্রবার মধ্য দুপুরে জাতীয় দৈনিক ও আনলাইন পোর্টালের অনেকগুলোয় খবর ছিল এমন- রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে খেলায় মেতেছে এলাকার শিশু কিশোররা। এলাকাসী যেন এমন একটি ক্ষণের অপেক্ষায় ছিলেন বহুদিন।
‘দুই মাস মাঠে খেলতে পারিনি। মাঠে এলে পুলিশ আমাদের ফিরিয়ে দিত। দূরের কোনো মাঠে খেলতে যেতে পারতাম না। বাসায় বসে থেকে বিরক্ত হতাম। এখান মাঠ ফিরে পেয়েছি। আবার খেলতে পেরে খুব ভালো লাগছে’ – এক কিশোর বলছিল একজন সাংবাদিক-কে।
- ট্যাগ:
- মতামত
- শৈশব
- শৈশব কাল
- ক্রীড়া উন্নয়ন