ঈদকেন্দ্রিক ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে
প্রথম আলো
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ০৯:১৪
ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণিবিতানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটা চলছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরে। জমজমাট কেনাকাটায় করোনার ধাক্কা কাটিয়ে ঈদকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য আবারও পুরোদমে ঘুরে দাঁড়িয়েছে। তাতে ব্যবসায়ীরা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
ঈদকেন্দ্রিক অর্থনীতি কত হাজার কোটি টাকার, তার সঠিক পরিসংখ্যান না থাকলেও ইসলাম ধর্মাবলম্বীদের বড় এই উৎসবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, জামা, জুতা থেকে শুরু করে গাড়ির মতো বিলাসী পণ্যের ব্যবসা চাঙা হচ্ছে। একশ্রেণির মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বছর বছর এই অর্থনীতির আকারও বড় হচ্ছে। যদিও মহামারির কারণে ২০২০ সালে ঈদকেন্দ্রিক ব্যবসা তলানিতে নেমেছিল। গত বছর শেষ ২০ দিন ব্যবসা হলেও তাতে ব্যবসায়ীরা খুশি হতে পারেননি।