এখনো ৭০ শতাংশ কারখানা বেতন দেয়নি শ্রমিকদের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ১৫:৩১
সরকারের বেঁধে দেওয়া সময়ে ৩০ শতাংশ কারখানার পোশাক শ্রমিকদের ঈদ বোনাস এবং ৭০ শতাংশ কারখানার শ্রমিককে এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেয়নি মালিকরা। কল-কারখানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে নিয়োজিত শিল্প পুলিশের প্রতিবেদন চিত্রে এ তথ্য উঠে এসেছে।
শিল্প পুলিশের তথ্য মতে, ২৯ এপ্রিল থেকে প্রথমে সপ্তাহিক ছুটি, এরপর ঈদের ছুটি। ফলে ঈদের আগের সর্বশেষ কর্মদিবস ছিল আজ (বৃহস্পতিবার)। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পোশাক খাতের ৪ হাজার কারখানার মধ্যে প্রায় ৭০ শতাংশ কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া হয়েছে। অর্থাৎ এখনো বাকি রয়েছে ৩০ শতাংশ কারখানার শ্রমিকদের বোনাস।