কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যাংকে ভিড়, টাকা তোলার চাপ

সমকাল প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ১৫:১৬

ঈদের আগে এমনিতেই ব্যাংক থেকে টাকা তোলার চাপ বেড়ে যায়। পণ্যমূল্যসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এ বছর গ্রাহকদের নগদ টাকার চাহিদা আরও বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ডলারের বিনিময়ে নগদ টাকা তুলে নেওয়ার প্রভাব। আন্তঃব্যাংক কলমানিতে গত কয়েক দিন লেনদেন ও সুদহার দুটিই বেড়েছে। কলমানির পাশাপাশি অন্য উপায়েও ধার নিচ্ছে বিভিন্ন ব্যাংক।


গতকাল বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবসে কলমানি থেকে বিভিন্ন ব্যাংকের ধারের পরিমাণ ছিল সাত হাজার ৬৮ কোটি টাকা। সুদহার ছিল সর্বনিম্ন ৪ শতাংশ থেকে সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত।



গতকাল বৃহস্পতিবার ঈদের আগে ছিল শেষ পূর্ণাঙ্গ ব্যাংকিং। যদিও আজ শুক্রবার নির্দিষ্ট কিছু শাখায় ও কাল শনিবার সারাদেশে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এ অবস্থায় গতকাল শাখাগুলোতেও টাকা তোলা ও জমা দেওয়ার জন্য ভিড় ছিল। রাজধানীর ব্যাংকপাড়াখ্যাত মতিঝিলে কয়েকটি ব্যাংকের শাখায় লম্বা লাইন দেখা গেছে। অধিকাংশ গ্রাহকই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন টাকা তুলতে, নয়তো জমা দিতে। ব্যক্তি গ্রাহকও ছিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও