সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটার ধুম
ঈদের বাকি হাতে গোনা আর কয়েক দিন। রংপুর শহরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। বিক্রেতারা বলেন, রমজানের প্রথম তিন সপ্তাহ বেশি ক্রেতা ছিল না। এখন বিক্রি বাড়ছে। ৩ হাজার থেকে ১৫ হাজার টাকার শাড়ি এবং ২ হাজার থেকে ১০ হাজার টাকার থ্রি-পিস বেশি বিক্রি হচ্ছে।
নগরের কামালকাছনা, স্টেশন রোড, বেতপট্টি, পায়রা চত্বর এলাকা থেকে শুরু করে সবখানেই জমজমাট ঈদের বাজার। ক্রেতাদের আকর্ষণ করতে বিপণিবিতানের সামনে নানা রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। বিক্রেতারা বলেন, রমজানে রাতের বেলায় ঈদবাজার বেশি জমজমাট থাকে। রাত যত বাড়ে, ঈদের কেনাকাটাও তত বাড়ে।