ঈদ উপহার পাঠিয়েও কর্মীদের মন জয় করতে পারেননি তারেক
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ১৩:৩৯
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে উপহার পাঠিয়েও কর্মীদের মন জয় করতে পারেননি লন্ডনে পলাতক দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বিএনপির রাজনীতি করার অর্থই হচ্ছে নিজের সঙ্গে যুদ্ধ করা। বিএনপির শাসনামলে হাজার রকমের দুর্নীতি করায় পাপের পরিণাম হিসেবে কর্মীদের ওপর রয়েছে নানা প্রকারের মামলা। এর মধ্যেও বিগত ১৫ বছর যাবৎ যারা বিএনপির সঙ্গে আছেন, তাদের উপহার দিয়ে তুষ্ট করার চেষ্টা করছেন তারেক রহমান। তবে এই উপহার দিয়ে কর্মীদের মন জয় করার পরিবর্তে উল্টো বিভিন্নভাবে সমালোচনার শিকার হচ্ছেন তারেক রহমান।