You have reached your daily news limit

Please log in to continue


চাকরি যাচ্ছে পরাগ আগরওয়ালের?

SpaceX এবং Tesla CEO এলন মাস্ক Twitter কিনে নেওয়ার পর সামাজিক মাধ্যমে একাধিক জল্পনা তৈরি হয়েছে। চাকরি নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই। Twitter এর বর্তমান কর্মীরা অনেকেই চিন্তায় রয়েছে তাঁদের কি রাখা হবে নাকি সরিয়ে অন্য কর্মীদের বসানো হবে। এই পরিস্থিতিতে কর্মীদের আশ্বস্ত করেছেন Twitter এর বর্তমান CEO পরাগ আগরওয়াল।

এলন মাস্কের হাতে টুইটার হস্তান্তর হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন পরাগ আগরওয়ালকে কি তাঁর পদেই রাখা হবে? নাকি Twitter থেকে পদত্যাগ করবেন তিনি। যদিও এনিয়ে সরাসরি কোনও কথা বলেননি পরাগ আগরওয়াল। তবে তাঁর করা টুইট এবং রিপ্লাই টুইট থেকে বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন