![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F04%2F29%2FVomra-1814b43ca7006be79dc6e0aac946b6f9.jpg%3Fjadewits_media_id%3D789379)
৮ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর
ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর টানা আট দিন বন্ধ থাকবে। শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ছুটি শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বন্দরটিতে। তবে এই সময়ে বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার অব্যাহত থাকবে।
সাতক্ষীরা ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ জাহাঙ্গীর হোসেন খান জানান, শুধু পাসপোর্ট যাত্রী যাতয়াতের জন্য ভোমরা ইমিগ্রেশন বিভাগ ঈদের দিনসহ আট দিনই খোলা থাকবে। যাত্রীদের ভ্রমণ কর পরিশোধের জন্য সোনালী ব্যাংক ভোমরা শাখাও খোলা থাকার কথা রয়েছে।