দূষণ যখন ঘরের ভেতর
ঘরের ভেতরের বাতাস মানুষের সুস্থতার জন্য ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। কেননা বেশির ভাগ মানুষ তাদের জীবনের প্রায় ৯০ শতাংশ সময় কোনো স্থাপনার ভেতরে, প্রধানত বাড়ি বা কর্ম ক্ষেত্রে ব্যয় করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অভ্যন্তরীণ বায়ুদূষণ (আইএপি) বছরে ৩ দশমিক ৮ মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য দায়ী। শ্বসনতন্ত্রই অভ্যন্তরীণ বায়ুদূষণে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ দূষণ প্রধাণত শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে।
বিভিন্ন উপসর্গ যেমন কাশি, সাইনোসাইটিস থেকে শুরু করে অ্যালার্জিজনিত এবং ফুসফুসের রোগ, যেমন হাঁপানি, অ্যাটোপিক ডার্মাটাইটিস এবং অ্যালার্জিক রাইনাইটিসের কারণ হিসেবে অভ্যন্তরীণ বায়ুদূষণকে চিহ্নিত করা হয়েছে। দেখা গেছে, অভ্যন্তরীণ বায়ুদূষণ শৈশবকালীন নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি ৭৮ শতাংশ বাড়িয়ে দেয়। যা প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী প্রায় ১০ লাখ শিশুকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।