আর সৌন্দর্য ছড়াবে না মল চত্বরের কৃষ্ণচূড়াগাছটি
গাছটিতে সবে ফুল ধরেছিল। ফি বছরের মতো এবারও ছড়াতে শুরু করেছিল সৌন্দর্য। কিন্তু বাধ সাধল গাছটির বয়স, মূলে জীবাণুর আক্রমণ ও মাটির দুর্বলতা।
গত বুধবার বেলা সোয়া একটার দিকে গাছটি মূলসহ উপড়ে পড়ে। লন্ডভন্ড হয়ে মাটিতে ছড়িয়ে পড়ে গাছটির ভাঙা ডালপালা, ডালে থাকা পাখির বাসা আর কৃষ্ণচূড়া ফুলের রক্তিম সৌন্দর্য।
একদিন মাটি ফুঁড়ে মাথা তুলে দাঁড়ানো কৃষ্ণচূড়াগাছটি আবার মাটিতেই লুটিয়ে পড়ে যেন শোধ করল নিজের জন্মের দায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কৃষ্ণচূড়া
- সৌন্দর্য হারাচ্ছে