![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/04/28/bf9547ab0096f0587b01ec816c92da9d-626a63c3a6408.jpg)
পার্লামেন্টে পর্নোগ্রাফি দেখার অভিযোগ
ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের একজন পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে। ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের একটি বৈঠকে এই অভিযোগ তোলা হয়েছে। বৈঠকে বেশ কয়েকজন ব্রিটিশ নারী এমপি যৌন হয়রানির ঘটনার কথা শোনান।
তবে অভিযুক্ত ওই ব্রিটিশ পার্লামেন্ট সদস্যের নাম এখনো প্রকাশ্যে আসেনি। তবে একজন নারী মন্ত্রী জানিয়েছেন, তিনি ওই পার্লামেন্ট সদস্যকে পর্নোগ্রাফি দেখতে দেখেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে এই ঘটনা ঘটে। একটি নির্বাচন কমিটির শুনানির সময় ঘটনাটি ঘটে।