তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁয়েছে, ভারতে পাঁচ রাজ্যে সতর্কতা
‘সর্বকালের উষ্ণতম গ্রীষ্মকাল’ প্রত্যক্ষ করছে ভারত। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। দেশটির কোনো কোনো এলাকায় তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এই অবস্থায় দেশটির আবহাওয়া বিভাগ কমপক্ষে পাঁচটি রাজ্যের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
উত্তর–পশ্চিম ভারতে গত ১২২ বছরে গড় সর্বোচ্চ তাপমাত্রা এতটা বাড়েনি বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ২০০৪ সালে ভারতের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিনের জন্য দেশেটির বড় অংশ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তিন দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে সর্বাধিক তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপর অর্থাৎ মে মাসের শুরুর দিকে এই অংশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।