You have reached your daily news limit

Please log in to continue


Koel Mallick: আমার ছেলে কবীর যখন বলল, ‘হ্যাপি বার্থডে মাম্মা’ আমার জন্মদিন হয়ে গেল: কোয়েল

ফুরফুরে এক কোয়েলের জন্মদিন।নেটমাধ্যম ভরে উঠেছে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায়। কিন্তু অভিনেত্রী কোয়েল মল্লিক নিজে কী বলছেন? আনন্দবাজার অনলাইনের শুভেচ্ছা পেয়ে কোয়েল বললেন, “আমি তো বরাবর পরিবারকে নিয়ে জন্মদিন কাটাই।এ বারও তাই। সকালে বাবা-মায়ের কাছে ঘুরে এসেছি। দুপুরটা আমার আর রানের। রাতে আমাদের বাড়িতে আবার বাবা-মা আসবেন।একসঙ্গে খাওয়া হবে। আজ কোনও ডায়েট নেই।” এক নিঃশ্বাসে বলে গেলেন ‘মিতিন মাসি’।

বৃহস্পতিবার ৪০-এ পা দিলেন কোয়েল মল্লিক। তবে এ বারের জন্মদিনের সবচেয়ে বড় উপহার এসেছে ছেলে কবীরের কাছ থেকে। কোয়েল বললেন, “সকাল থেকেই কবীর জন্মদিন কথাটা শুনে নিজকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছিল। বলছিল, ‘হ্যাপি বার্থডে কবীর’।আমার শ্বশুরমশাই ওকে আজ শেখালেন আজ ওর মায়ের জন্মদিন”। উচ্ছ্বসিত কোয়েলের কণ্ঠ। ‘হেমলক সোসাইটি’- র নায়িকা বললেন “ওই যে কবীর বলে উঠল না ‘হ্যাপি বার্থডে মাম্মমা! আমার জন্মদিন হয়ে গেল”।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন