You have reached your daily news limit

Please log in to continue


ঈদে ৬ দিনের ছুটি, ব্যাংকে টাকা তোলার হি‌ড়িক

আগামী সপ্তাহে মুসলমান‌দের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের আগে আজই শেষ কর্মদিবস। এরপর টানা ছয় দিনের ছু‌টি। তাই ঈদের আগে প্রয়োজনীয় টাকা উঠিয়ে রাখ‌ছেন গ্রাহক। ফলে ব্যাংকগু‌লোতে টাকা তোলার হি‌ড়িক লেগেছে। উত্তোলনের চাপে গ্রাহকদের সেবা দিতে হিমশিম খা‌চ্ছেন ব্যাংক কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিল, দিলকুশা, দৈ‌নিক বাংলা ও পল্টনসহ বি‌ভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলো ঘু‌রে ‌দেখা গে‌ছে এমন চিত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন