ছুটিতে ফিরে যাই নিজের কাছে

প্রথম আলো প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ২০:০১

‘ছুটি’ শব্দটার সঙ্গে কোথায় যেন ফুরফুরে আনন্দের যোগ আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ছুটি মানে কেয়াপাতার নৌকো গড়ে ফুলে ফুলে সাজিয়ে দেওয়ার অবসর। সত্যিই তো তাই! যা ভালো লাগে, যা মন চায়, সারা বছর ব্যস্ততার গ্যাঁড়াকলে পড়ে যা করতে পারি না, যা করার ফুরসত মেলে না, তা-ই যদি না করতে পারলাম তবে আর ছুটি কিসের?


কিন্তু আমরা যেভাবে ছুটি কাটাই, তাতে নিজের মনকে মুক্ত করার সময় মেলে তো? সেখানে ক্ষণিকের মুক্তির স্বাদটা তারিয়ে তারিয়ে উপভোগ করার ফুরসত থাকছে তো? নাকি ছুটিতেও মাথায় চেপে বসে আছে দায়িত্বের পাহাড়?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও